ইতালি স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ প্রসেস কিভাবে করতে হয় Details নিচে দেয়া হলো:-
ইতালি স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ প্রসেস:
প্রথমেই বলে রাখি, ইতালিতে স্টুডেন্ট ভিসা রেশিও ৫০% এরও কম। তবে একটু ভালো ভাবে প্রসেসিং করলে ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে।
স্টুডেন্ট ভিসায় ইতালি কেনো?
১। র্যাংকড ইউনিভার্সিটি: ইতালিয়ান ৮০% পাবলিক ইউনিভার্সিটির QS র্যাংকিং ১০০০ এর মধ্যে।
২। টিউশন ফি: প্রায় বেশির ভাগ ইউনিভার্সিটিতে টিউশান ফি নেই। বাকী যেগুলো তে আছে সেগুলো তে টিউশন ফি খুবই কম হয়ে থাকে।
৩। রেজিওনাল স্কলারশিপ: প্রায় বাংলাদেশ (ডেভেলপমেন্ট কান্ট্রি) এর সব স্টুডেন্ট ই রেজিওনাল স্কলারশিপ পেয়ে থাকে। যা দিয়ে মোটামুটি থাকা খাওয়া ম্যানেজ হয়ে যায়। বলে রাখা ভালো টিউশন ফি কম হওয়াতে এবং রেজিওনাল স্কলারশিপ থাকাতে মেরিট ব্যাজ স্কলারশিপ এর অপরচুনিটি মোটামুটি কম ইতালিতে।
৪। হাই কোয়ালিটি এডুকেশন সিস্টেম।
৫। স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জবের সুযোগ।
৬। পড়াশোনার পর স্যাটেল হওয়ার সুযোগ।
৭। এছাড়া ইউরোপিয়ান কান্ট্রির স্টুডেন্ট হিসেবে যে যে সুযোগ থাকছে সবই পাওয়া যাবে।
Post: HabiB HowladeR
Fb Link:- https://facebook.com habibhowladerbd
ইতালিতে কয়টি ইনটেক?
- ইতালিতে ১ টাই ইনটেক। সেটা হলো সেপ্টেম্বর ইনটেক বা উইন্টার সেশন।
ইতালিতে কি ইংরেজি ভাষায় কোর্স রয়েছে?
- হ্যা, ইতালিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য ইংরেজি ভাষায় সব ধরনের কোর্স রয়েছে।
ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগে?
- না, ইতালিতে MOI (Medium Of Instruction) দিয়েই এপ্লাই করা যায়, এবং ভিসাও পাওয়া যায়। তবে IELTS থাকলে সেটা প্রোফাইল কে আরো স্ট্রং করে। সেক্ষেত্রে মাস্টার্স এর জন্য 6.0 (NBLT 5.5) থাকতে হবে।
ইতালিতে স্টুডেন্ট ভিসায় কি ব্যাংক স্ট্যাটমেন্ট দেখানো লাগে?
- হ্যাঁ, ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লিক্যান্ট এবং স্পনসরের (ফার্স্ট ব্লাড - মা, বাবা, ভাই, বোন) একাউন্টে টোটাল ২ বছরের কস্ট (এরাউন্ড ১৫ লাখ) দেখানো লাগে। এক্ষেত্রে এপ্লিক্যান্ট এর একাউন্টের ৬ মাসের স্ট্যাটমেন্ট এবং স্পনসরের একাউন্টের ১ বছরের স্ট্যাটমেন্ট দেখানো লাগে। তবে ইতালিতে সেল্ফ স্পনসর ও করা যায়। সেক্ষেত্রে এপ্লিক্যান্ট এর ভ্যালিড ইনকাম সোর্স থাকা লাগবে (জব অথবা বিজনেস)। এক্ষেত্রে এপ্লিক্যান্ট এর একাউন্টে ১ বছরের স্ট্যাটমেন্ট দেখাতে হয়।
ইতালিতে কি স্পাউস সহ স্টুডেন্ট ভিসায় আসা যায়?
- না, ইতালিতে স্পাউস সহ স্টুডেন্ট ভিসায় আসা যায় না।
ইতালি স্টুডেন্ট ভিসার টাইম লাইন:
- জানুয়ারী থেকে এপ্লিকেশন শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে। এপ্লিকেশন এর ১ মাসের মধ্যে অফার লেটার দিয়ে দেয়া হয় যোগ্য স্টুডেন্ট কে। এরপর করতে হয় CIMEA বা DOV। এরপর প্রি এনরোলমেন্ট করে VFS Global এর চেকলিস্ট অনুযায়ী ফাইল সাজিয়ে ফাইল সাবমিট করতে হয় VFS Global এ। এরপর শুধু অপেক্ষা। সাধারণত ২ থেকে ২.৫ মাসের মধ্যেই ভিসার ডিসিশন জানানো হয়। এরপর ভিসা হয়ে গেলে টিকেট কেটে ফ্লাই করা।
ইতালিতে ইউনিভার্সিটিতে এপ্লিকেশন এর জন্য ইউনিভার্সিটি গুলোর নিজস্ব পোর্টালে গিয়ে এপ্লিকেশন করতে হয়৷ এপ্লিকেশন প্রসেস একদম সহজ। লগইন করে সেকশন অনুযায়ী ডকুমেন্ট আপলোড করে এপ্লিকেশন করতে হয়। এখানে কিছু কিছু ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ফি লাগে (২০ ইউরো থেকে ৫০ ইউরো), আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ফি লাগে না।
সিজিপিএ ২.৮০+ হলেই এপ্লাই করা যাবে ইউনিভার্সিটি গুলো তে। বাট, ৩.০০+ থাকা সেইফজোন।
অ্যাপ্লিকেশনের জন্য আনুমানিক যে ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে:
১. পাসপোর্ট
২. সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
৩. IELTS/MOI সার্টিফিকেট
৪. মোটিভেশন লেটার(এখানে জেনারেল মোটিভেশন লেটার লিখলে হবে না, যে সাবজেক্টে আপনি এপ্লাই করতেছেন, ওই সাবজেক্ট রিলেটেড মোটিভেশন লেটার লিখতে হবে)
৫. রিকমেন্ডেশন লেটার(এই লেটারটি আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর শেষ করেছেন, ওই ইউনিভার্সিটির ডিন এবং আরো দুইজন লেকচারের কাছ থেকে দুটি লেটার নিবে)
৬. CV(এখানে আপনি শট CV দিবেন না, বিস্তারিত CV দিবেন, আপনার জীবন বৃত্তান্ত সব কিছু উল্লেখ করে)
৭. প্রিভিয়াস স্টাডির সিলেবাস(কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে)
৮. ইমেইল এড্রেস
৯. জব এক্সপেরিয়েন্স লেটার(যদি থাকে)
১০. আউটডোর একটিভিটি সার্টিফিকেট(যদি থাকে)
১১. ইউনিভার্সিটি বেদে আপনার আরে কিছু এক্সট্রা ডকুমেন্ট দরকার হতে পারে, ভয় পাবেন না, এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন।
অ্যাপ্লিকেশন পোর্টাল:
সবার যাতে সুবিধা হয় আমি এখানে কিছু লিংক দিয়ে দিচ্ছি, এসব লিংকে গিয়ে, আপনি বিভিন্ন ইউনিভার্সিটি তে এপ্লাই করতে পারবেন। এর বাইরে ও যদি আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আমি এখানে একটি স্টাডি পোর্টালের লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে গিয়ে একটু খুঁজলেই আপনি ইতালিসহ সারা পৃথিবীর সব ইউনিভার্সিটি পেয়ে যাবেন। এবং স্টাডি পোর্টাল এর মধ্যে ইউনিভার্সিটির পাশাপাশি সাবজেক্টের নাম এবং টিউশন ফি উল্লেখ করা আছে সো আপনারা আপনাদের চয়েস মত এপ্লাই করতে পারবেন।
Here are all links:
- University of Florence - https://apply.unifi.it/
- Polytechnic University of Turin - https://apply.polito.it/
- University of Turin - https://apply.unito.it/
- UNIVERSITY OF MACERATA - https://apply.unimc.it/
- University of Padua - https://apply.unipd.it/
- University of Genoa - https://apply.unige.eu/en_GB/
- University of Siena - https://apply.unisi.it/
Ca’ Foscari University of Venice - https://apply.unive.it/
Here is the Study Portals link:
- Studyportals - https://www.mastersportal.com/?redirect=false
ইমেইল এড্রেস:
এখানে আমি আরো ২৫ টি বিশ্ববিদ্যালয়ের ইমেইল এড্রেস দিয়ে দিতেছি, যদি কেউ এসব বিশ্ববিদ্যালয় এ অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এই মেইল এড্রেস গুলোতে ইনকোয়ারি মেইল করলে, ওরা আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিবে। তারপর আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন।
- Here are some emails:
1. University of Bologna - internationaldesk@unibo.it
2. Sapienza University of ROME - recruitment@uniroma1.it
3. University of Milan - international.students@unimi.it
4. University of Pisa - wis@unipi.it
5. University of Rome "Tor Vergata" - international.students@uniroma2.it
6. Bocconi University - bocconi@unibocconi.legalmail.it
7. University of Trento - master-st@unitn.it
8. University of Venice - incoming.mobility@unive.it
9. University of Florence - internazionalizzazione@unifi.it
10. Scuola Normale Superiore di Pisa - concorso.ammissione@sns.it
11. University of Bolzano - apply@unibz.it
12. University of Genova - sass@unige.it
13. Roma Tre University - area.studenti@ateneo.uniroma3.it
14. University of Pavia - corinfo@unipv.it
15. University of Milano-Bicocca - welcome.desk@unimib.it
16. Polytechnic University of Bari - foreign-qualifications@poliba.it
17. University of Catania - umi@unict.it
18. University of Insubria - erasmus@uninsubria.it
19. University of Eastern Piedmont - international.students@uniupo.it
20. University of Parma - protocollo@pec.unipr.it
21. The University of Modena and Reggio Emilia - urp@pec.unimore.it
22. University of Padua - international.admission@unipd.it
23. IULM University - infopoint@iulm.it
24. University of Urbino - amministrazione@uniurb.legalmail.it
25. University of Bergamo - international.students@unibg.it
এছাড়া ইতালিতে পাবলিক ইউনিভার্সিটিগুলোর নাম, এপ্লিকেশন ওপেন ও ডেডলাইন ডেইট সম্পর্কে জানতে নিচের লিংকে যেতে পারেন।
- https://hussainsilat.com/italian-public-universities/
Post: HabiB HowladeR
Fb Link:- https://facebook.com/habibhowladerbd
এপ্লিকেশন শেষে ইউনিভার্সিটি স্টুডেন্ট এর প্রোফাইল যাচাই করে অফার লেটার দিয়ে দিবে ৩০ দিনের মধ্যে। অনেক সময় ইউনিভার্সিটি ইন্টারভিউ ও নিতে পারে। জুমে অথবা স্কাইপে ওরাল ইন্টারভিউ হয়ে থাকে। আবার অনেক সময় ইউনিভার্সিটির নিজস্ব সাইটে রিটেন এক্সাম ও হয়ে থাকে।
এরপর আসি, অফার লেটার পাওয়ার পর এর কাজ কি? এবং আপনারা কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো রেডি করবেন? এবং কিভাবে সবকিছু সঠিকভাবে এম্বাসিতে জমা দিবেন?
আসলে, অফার লেটার পাওয়ার পর থেকে এম্বাসি ফেস করার আগ পর্যন্ত প্রসেসিং টা, একটু জটিল, অ্যাট দ্যা সেম টাইম এটা আবার অনেক সহজ। এখানে আপনি জোর করে কিছু করতে পারবেন না, যা কিছু হবে সিষ্টেম অনুসারে হবে, আপনাদের সিস্টেমটা ফলো করতে হবে। এই পর্যায়ে এসে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। সুতরাং যখন ডকুমেন্ট রেডি করবেন অধৈর্য হবেন না, ধৈর্য অনুসারে আপনার ডকুমেন্টগুলো আপনি আস্তে আস্তে গুছিয়ে নিবেন।
আগেই বলেছিলাম, আমি মাস্টার্স করার জন্য আসছি। যারা ব্যাচেলর করতে আসবেন, তাদের প্রসেসিং টা একটু ভিন্ন হতে পারে। আমি জাস্ট এখানে আমার এক্সপিরিএন্স শেয়ার করছি।
মূল কথায় আসা যাক, কোন ইউনিভার্সিটি তে যখন আপনি সিলেক্টেড হবেন, তারা প্রথমে আপনা কে ইমেইলে কনফার্ম করবে। এবং আপনার অফার লেটার দিয়ে দিবে।
আবার এমনও হতে পারে আপনি যখন কনফার্মেশন মেইলটা পাবেন, তখন আপনাকে আপনার এপলিকেশন পোর্টাল চেক করতে হবে, অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে, ওরা যে সাবজেক্টটা আপনাকে অফার করেছে, সে অফারটা একসেপ্ট করতে হবে। অফার একসেপ্ট করার পর, কিছুদিনের মধ্যে, অথবা এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার অফার লেটার পাবেন। তারপর ওই অফার লেটার এর সাথেই আপনাকে একটা বুকলেট দিয়ে দেয়া হবে, ওই বুকলেট এর মধ্যে আপনি কিভাবে আপনার ভিসা প্রসেসিং করবেন সবকিছু উল্লেখ করা থাকবে।
অফার লেটার পাওয়ার পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, আপনি যে ইউনিভার্সিটি তে এপ্লাই করেছেন, ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে চেক করে নিবেন, আপনাকে DOV করতে হবে নাকি CIMEA? DOV বা CIMEA হলো সার্টিফিকেট লিগালাইজেশন সিস্টেম। DOV টা বাংলাদেশের ইতালিয়ান এম্বাসি থেকে করতে হয় যা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এর কস্ট একটু কম। এবং CIMEA টা অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হয় যাতে সময় একটু কম লাগে এবং কস্ট একটু বেশি হয়।
DOV করার প্রসেস:
Dov করতে আপনাদের কি কি stage follow করতে হবে তা হলো:-
১। প্রথমে, আপনার ফাইনাল ডিগ্রি যদি অনার্সের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার SSC/HSC সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট আর যদি মাস্টার্সে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট,ট্রান্সক্রিপ্ট অর্জিনাল গুলো Education Board/University থেকে attested করে নিবেন photocopy সহকারে।
২। এরপর, আপনার ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট গুলো অবশ্যই Foreign ministry & Education ministry থেকে সত্যায়িত করতে হবে।
৩। পরবর্তিতে, এম্বাসি স্বীকৃত ট্রান্সলেশন অফিস থেকে আপনার ফাইনাল ডিগ্রির সার্টিফিকেট,ট্রান্সক্রিপ্ট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হবে। আমারটা আমি
(Tradasoft) থেকে করিয়েছিলাম।
৪। তারপর এম্বাসির নির্দেশনা অনুযায়ী সার্টিফিকেট গুলো IOM (The International Organization for Migration) থেকে সত্যায়িত করতে হবে।
৫। উপরোক্ত বিষয় গুলো কমপ্লিট করার পর আপনাকে vfs এ Dov (declaration of value) করার জন্য সাবমিট করতে হবে। এবং যদি Legalization করার প্রয়োজন হয় তবে একই সঙ্গে দুইটি কাজই করে নিতে পারবেন। vfs dov খরচ যতটুকু মনে পরে ৪,০৭০ টাকা নিবে।
৬। এছাড়া DOV submit করার পূর্বে আপনাকে একটি purpose লেটার লিখে দিতে হবে কেনো আপনি dov & legalization করতে চাচ্ছেন।
এর পরবর্তীতে এম্বাসি সব ডকুমেন্টস যাচাই বাচাই করার পরে ভেরিফিকশনের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানে মেইল দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাপ্রতিষ্ঠান রিপ্লাই করে নিশ্চিত করতে হবে আপনি তাদের স্টুডেন্ট।
মনে রাখবেন, Dov করার জন্য অনেক সময়ের প্রয়োজন তাই একটু দ্রুত ই করা কাজ গুলো করার চেষ্টা করবেন।
Post: HabiB HowladeR
Fb Link:- https://facebook.com habibhowladerbd
CIMEA করার প্রসেস:
CIMEA করাটা তুলনামূলক ইজি এবং সময় ও কম লাগে। CIMEA করার জন্য প্রথমে আপনাকে CIMEA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেকশন অনুযায়ী আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। অবশ্যই আপনার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট আপনার ইউনিভার্সিটি থেকে লিগালাইজ করে আপলোড করতে হবে। এরপর আপনাকে ৩০০ ইউরো পেমেন্ট করতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে আপনাকে আপনার CIMEA পোর্টালে দিয়ে দেয়া হবে। অনেক সময় সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এর হার্ডকপি ইতালিতে CIMEA এর অফিসে পাঠাতে হয়। সেক্ষেত্রে লিগালাইজ করা ফটোকপি আপনার ইউনিভার্সিটির এনভেলাপ এ করে DHL এর মাধ্যমে পাঠিয়ে দিতে হয়।
CIMEA বা DOV হয়ে যাওয়ার পর যে ইউনিভার্সিটিতে আপনি এডমিশন নেওয়ার ডিসিশন নিবেন, Universitaly ওয়েবসাইটে গিয়ে সেই ইউনিভার্সিটিতে প্রি-এনরোলমেন্ট করতে হবে। এই প্রি-এনরোলমেন্ট টা আপনাকে অবশ্যই করতে হবে।
আপনি যে প্রি-এনরোলমেন্ট টা কমপ্লিট করছেন, এটা আপনার ইউনিভার্সিটি আপনাকে কনফার্ম করবে। কোন সমস্যা হলে আপনাকে জানাবে। ইউনিভার্সিটি কনফার্ম করার পর, আপনাকে একটি লেটার পাঠানো হবে। যাকে প্রি-এনরোলমেন্ট সামারি বলা হয়। এটি অনেক গুরত্বপূর্ণ ডকুমেন্ট। এই ডকুমেন্ট দ্বারা বুঝা যাবে যে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি কনফার্ম করেছেন। আপনি লেটারটি সেভ করে রেখে দিবেন। এই Letter টি পরে আপনার ভিসার জন্য ফাইল জমা দেওয়ার এর সময় লাগবে।
প্রি-এনরোলমেন্ট মূলত ফ্রী হয়ে থাকে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি থেকে আপনাকে হয়তো আরেকটি মেইল দেয়া হবে, যেখানে আপনাকে পেমেন্ট করতে বলা হবে। এই পেমেন্ট টা আপনার টিউশন ফি না। এটি একটি non-refundable পেমেন্ট। এই পেমেন্টে টা করলে, ওরা আপনাকে Conditional Enroll করে নিবে, ওদের ইউনিভার্সিটি তে। এ পেমেন্টটা ১৫০ থেকে ২৫০ ইউরোর মধ্যে হয়ে থাকে।
তারপর আপনি VFS Global এর ওয়েব সাইটে যাবেন। ওয়েবসাইট থেকে আপনি ডি-টাইপ ভিসার জন্য যে চেকলিস্ট আছে, ওটা ডাউনলোড করে নিবেন। ওই চেকলিস্ট এ দেখবেন, অনেক ডকুমেন্ট অলরেডি আপনার কাছে আছে, আর কিছু ডকুমেন্ট আপনার কাছে নাই। যে ডকুমেন্টগুলো আপনার কাছে নাই সে ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে।
এখানে কিছু কিছু ডকুমেন্ট দেখে আপনি একটু কনফিউজ হতে পারেন। যেমনঃ Financial proof, Travel insurance, Proof of accommodation, and Proof of family relation with the sponsor.
এবার আসা যাক ফাইনান্সিয়াল প্রুফ\ব্যাংক সলভেন্সি\ব্যাংক স্টেটমেন্ট এ। সবার একটাই কমন প্রশ্ন হল, কত টাকা এনাফ ফর গেটিং ভিসা? আমার উত্তর হলো, আপনি ১০ লক্ষ টাকা থেকে উপরে যত দেখাতে পারেন। কত টাকা দেখাতে হবে সেটা ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন। যে ইউনিভার্সিটিতে যাবেন আপনি, সেই ইউনিভার্সিটিতে ১ বছর পড়ালেখা করতে আপনার টোটাল খরচ টা দেখাবেন। আপনারা চেষ্টা করবেন, যে টাকাটা দেখাবেন, ওই টাকাটা যাতে মিনিমাম তিন মাসের উপর আপনার একাউন্টে থাকে, সেই ক্ষেত্রে এটা অনেক বিশ্বাসযোগ্য হয়। আর যদি না পারেন, মিনিমাম 15 দিন আগে থেকে ব্যাংকে টাকাটা রাখবেন। শুধু ব্যাংকে টাকা দেখালে হবে না, এখানে কিছু লেনদেনও দেখাতে হবে, আপনারা যদি পারেন 60 থেকে 70 লাখ অথবা এক থেকে দেড় কোটি টাকার, একটি লেনদেন দেখিয়েন। যাদের এত টা দেখানোর ক্ষমতা নাই, আপনাদের কাছে যেটা আছে ওটাই দেখাবেন। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিবেন। আমি এমন একজনকে চিনি, যে মাত্র সাত লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ভিসা পেয়েছে। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি।
এবার আসি, ফাইনান্সিয়াল প্রুফ এর আরেকটা গুরত্বপূর্ণ ডকুমেন্টস, স্পন্সরের ইনকাম ডকুমেন্টস। আপনার স্পন্সর যদি জব করে থাকেন তাহলে তার জব ও স্যালারি সার্টিফিকেট দিতে হবে। আর যদি বিজনেস করে থাকেন, তাহলে ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট দিতে হবে। আর যদি আপনি নিজে স্পন্সর হন, তাহলে সেক্ষেত্রেও আপনার ইনকাম ডকুমেন্টস জমা দিতে হবে।
ট্রাভেল ইন্সুরেন্স এর বিষয়টা অনেক ইজি। আপনি VFS গ্লোবাল এর ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন ওখানে অনেকে কোম্পানির নাম দেয়া আছে, ট্রাভেল ইন্সুরেন্স করার জন্য। আপনি যেকোন একটিতে যাবেন, ওদের সাথে কথা বলবেন, দেখবেন ওখানে ৩ মাস, ৬ মাস, অথবা ১২ মাসের ইন্সুরেন্স আছে। আপনাকে ১২ মাসের ইন্সুরেন্স করতে হবে। আমি ইতালিয়ান কোম্পানি waitaly.net থেকে Insurance নিয়েছিলাম। ১২ মাসের Insurance এর জন্য খরচ পড়েছিলো ১৩৫ ইউরো (ভিসা না হলে এই টাকা ব্যাক পাওয়া যায়)। ট্রাভেল ইন্সুরেন্স এর ডেট টা দিবেন অলওয়েজ, যেদিন আপনি ইতালিতে ট্রাভেল করবেন ওইদিনের ডেইট।
এখন আসা যাক একোমোডেশন। সব চাইতে বেটার হয়, আপনি যদি এখানে কোন রুম বা ফ্লাট বুক দিতে পারেন। একোমোডেশন এর জন্য আপনি আপনার ইউনিভার্সিটির সাথেও যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে হেল্প করবে। আবার যদি কেউ আপনার পরিচিত থাকে, সে আপনাকে সাহায্য করতে পারে। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে একটা হোটেল বুক দিবেন, মিনিমাম ১৫ দিনের জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এটাকে হালকা ভাবে নিবেন না। আপনার যদি রুম বা ফ্লাট বুক দেয়া থাকে, তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আমার পরিচিত কেউ ছিলনা, তাই আমি ইউনিভার্সিটি থেকে একটি একোমোডেশন সার্টিফিকেট নিয়েছিলাম এবং সাথে ১৫ দিনের হোটেল বুক দিয়ে এসেছিলাম। কিন্তু যারা এম্বাসিতে আমার ইন্টারভিউ নিয়েছিলো, তারা এ ব্যাপারে আমাকে কোশ্চেন করেছিল। বুঝেন এটা কত ইম্পরট্যান্ট বিষয়। তাই আমি সবাইকে সাজেস্ট করবো, সবাই রুম বা হোটেল বুক দিয়ে আসবেন।
এবার আসি প্রুফ অফ ফ্যামিলি রিলেশন উইথ দা স্পন্সর। এটাও খুব ইজি, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, এটা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার কেউ, যেমন মনে করেন, আমি আমার ভাইয়ার ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়েছিলাম। সো আপনাকে এখানে যেটা করতে হবে, একটি লেটার লিখতে হবে, যেখানে আপনার স্পন্সর আপনাকে ছেলে/ভাই/বোন হিসেবে পরিচয় দিবেন, এবং ইতালিতে পড়ালেখার খরচ স্পন্সর করছে সেটা উল্লেখ থাকবে এবং ওই লেটার এ আপনার স্পন্সর এর সিগনেচার থাকবে। ওই লেটার টা ২০০ বা ৩০০ টাকার স্ট্যাম্পে প্রিন্ট করে সাথে আপনার স্পন্সরের ছবি এবং আপনার ছবি দিয়ে, যেকোনো একজন উকিল থেকে নোটারি করে নিবেন।
আরো কিছু বিষয় এক্সট্রা বলে রাখি, যদি আপনার পাসপোর্ট এর সাথে আপনার বাবার নাম অথবা মায়ের নামে কোন ঝামেলা থাকে, তাদের আইডি কার্ডের সাথে, অথবা তাদের ব্যাংক একাউন্ট এর নামের সাথে, বা আপনার পাসপোর্টে যে বিবরণ দেয়া আছে ওটার সাথে না মিলে, তাহলে আপনার যেটা করতে হবে, কোর্ট থেকে একটা অর্ডার আনতে হবে, যেখানে আপনার বাবা এবং উকিলের সিগনেচার থাকবে এবং পাশাপাশি এটাকে ম্যাজিস্ট্রেট দিয়ে সিগনেচার করাতে হবে। যেকোনো একজন উকিলের সাথে কথা বললে, আমি কি বলতেছি বুঝতে পারবে। এটা একচুয়ালি কোর্টের অর্ডার। যেমন মনে করেন, এমডি আলম খান এবং আলম খান উভয়ই সেম ব্যক্তি, এটা উল্লেখ করে, কোট থেকে লেটার নিয়ে আসবেন। আশা করি, আমি কি বলতেছি বুঝতে পারছেন। এ জিনিসটা খুবই ইম্পরট্যান্ট, যদি কারো নামের সমস্যা থাকে, মাষ্ট এটা করতে হবে, নয়তো এজন্য আপনাকে এম্বাসী রিজেক্ট করতে পারে।
এরপর আপনার ডকুমেন্টস মোটামুটি সব রেডি। লাস্ট আপনি একটি কভার লেটার লিখবেন৷ আপনার মোটিভেশান এবং গোল নিয়ে। এটি ২ পৃষ্ঠায় লিখতে হয়।
এখন শুধু বাকি রইল আপনার ডকুমেন্টস সাবমিশন। আপনি VFS এর ওয়েবসাইট থেকে যে Checklist টা সংগ্রহ করেছিলেন, ওই চেকলিস্ট এর সমস্ত ডকুমেন্ট এরেঞ্জ করার পর, আপনি VFS এ যাবেন (এখানে একটি কথা মনে রাখবেন, মনে করেন Checklist এ একটি ডকুমেন্ট নাই, বাট ওটা আপনার কাছে আছে অথবা আপনার ইউনিভার্সিটি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, তখন আপনি ওই ডকুমেন্ট গুলো বিএফএসে নিয়ে যাবেন। যেমন মনে করেন আপনার ফ্যামিলি সার্টিফিকেট, আপনি যতগুলো পেমেন্ট ইউনিভার্সিটি'তে করছেন পেমেন্ট গুলোর রিসিপ্ট, আপনার কন্ডিশনাল এনরোলমেন্ট লেটার, এবং আরও যা ডকুমেন্ট আপনার কাছে আছে। VFS এ গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট, ভিসার জন্য সাবমিট করে আসবেন। তারপর VFS আপনার সমস্ত ডকুমেন্ট আপনার হয়ে, এম্বাসিতে সাবমিট করবেন। এখন আপনার এম্বাসি ফeuropestudyvisa এখম আমরা ফাইল সাবমিট করে দেওয়ার পর কি হয় তা নিয়ে জানবো। ইতালিতে এম্বাসি ভিসা ইন্টারভিউ নিতেও পারে, আবার নাও নিতে পারে। ইন্টারভিউ না নিলে যে ভিসা হবে না, ব্যাপার টা এমন না। ইন্টারভিউ ছাড়াও ভিসা হয়ে থাকে।
প্রথমত যদি ইন্টারভিউ না হয় আপনার, তাহলে আপনি ডকুমেন্ট সাবমিট করার ২ থেকে ২.৫ মাসের মধ্যে আপনাকে ডিসিশন জানানো হবে। আপনার ফাইল চেক করা হয়ে গেলে আপনাকে VFS Global থেকে Message দেয়া হবে। আপনি ভিসা ফর্মে যে নাম্বার টি দিয়েছেন, সেই নাম্বারে Message আসবে। অনেক সময় আপনি ভিসা পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন, আপনার Universitaly এর পোর্টাল আপডেট হবে, এবং আপনি বুঝতে পারবেন আপনার ভিসা হয়েছে নাকি হয় নি। আবার অনেক সময় পোর্টাল আপডেট নাও হতে পারে। VFS Global এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ফাইল এর স্ট্যাটাস চেক করতে পারবেন। Message পাওয়ার পর আপনি VFS Global এ গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন, এবং ফাইনালি ভিসা হয়েছে নাকি জানবেন এবং দেখবেন।
দ্বিতীয়ত যদি আপনার ইন্টারভিউ হয়, তাহলে মনে করবেন আপনার ভিসা পাওয়ার চান্স ৮০% থেকে ৯০% হয়ে যায়। ইন্টারভিউ এর জন্য আপনাকে VFS Global থেকে কল দিবে। তাই সব সময় ডকুমেন্ট সাবমিশনের পরে, মোবাইলটা হাতের পাশে রাখবেন। ওই কলের মধ্যে আপনাকে এম্বাসি ফেস এর ডেট দিয়ে দেয়া হবে। আপনি হাতে হয়তোবা 4 বা 5 দিন সময় পাবেন। ইন্টারভিউ মেইনলি আপনি যে VFS Global এ ফাইল সাবমিট করবেন, সেই VFS Global এ ভিডিও কলে হয়ে থাকে।
যে টাইমটা আপনাকে এম্বাসি ইন্টারভিউ জন্য দিয়েছে, মিনিমাম এক ঘন্টা আগে আপনি যে VFS Global এ ফাইল সাবমিট করেছেন সে VFS Global এ চলে যাবেন। যাওয়ার সময় আপনি VFS Global এ ফাইল সাবমিট করার পর যে রিসিপ্ট টি দিয়েছিলো, সেটি নিয়ে যাবেন। এবং যে যে ডকুমেন্টগুলো বিএফ এসে জমা দেন নাই, অথবা ওরা নেয় নাই, ওই ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারেন।
VFS Global এ যাওয়ার পর আপনাকে ওয়েটিং এ রাখা হবে। তারপর যখন আপনার সময় আসবে, কেউ একজন আপনার নাম ধরে ডাকবে। তখন ভিতরে যাবেন, আপনার ইন্টারভিউ এখন স্টার্ট হবে। ইন্টারভিউ তে অ্যাম্বাসেডর এর কাজই হবে আপনাকে কনফিউজ করা। তাই সব কিছুর জন্য প্রস্তুত থাকবেন। আপনার ইন্টারভিউটা খুব সফটলি ও শুরু হইতে পারে, আবার খুব হার্টলি ও শুরু হতে পারে। এটা কোন ব্যাপারই না।
আমি এখানে আপনাকে কিছু হিন্টস দিতে পারি ইন্টারভিউ নিয়ে। যেমন মনে করেন, ওরা আপনাকে এমন কিছু কোশ্চেন করবে না, যে কোশ্চেনের আনসার টা আপনার জানা নেই। সব কোশ্চেন গুলো হবে আপনাকে নিয়ে এবং আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন ওই ডকুমেন্টগুলো কে নিয়ে। ওদের যদি কোনো ডকুমেন্ট নিয়ে কনফিউশন থাকে, তাহলে হয়তো ওরা আপনাকে কোশ্চেন করতে পারে। আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে কোশ্চেন করতে পারে, আপনার মনের চিন্তাধারাটা জানার জন্য, যে যে কোশ্চেনগুলো করা দরকার, ওরা সে কোশ্চেন গুলো করবে।
এখানে আমি কিছু কমন কোশ্চেন দিয়ে দিচ্ছি:
1. Why have you chosen this university?
2. What is your course commencement date?
3. How do we know you will leave Italy when your visa expires?
4. How will you pay for your trip to Italy?
5. What will you do if we reject your visa application?
6. Why do you think you should be granted the Schengen visa?
7. How many universities have you applied to?
8. Do you know anyone in Italy?
9. Where do your parents live and what do they do for a living?
10. Have you purchased travel medical insurance?
11. Do You Enjoy Any Scholarship?
12. Where is your accommodation?
13. can you tell me one of your professor's names?
14. Can you give me a short description of Padova?
15. When did you apply and when did you get your offer letter?
16. How much are your tuition fees?
17. Did you attend any of your classes?
18. Can you tell me, what was the topic of that class?
19. Tell me the names of the 5 subjects of your course plan?
20. Tell me the names of the 5 subjects of your previous course plan?
আমাকেও এম্বাসি এই ২০ কোশ্চেন এর মধ্য থেকে কোশ্চেন করেছিল। এই কোশ্চেন গুলোর আনসার নিজের মতো করে লিখে নেবেন।
ইন্টারভিউ দেয়ার ১ বা ২ দিনের মধ্যে আপনি পাসপোর্ট আনার Message পাবেন। সবার জন্য শুভকামনা রইলো।
#studyabroad #italy #higherstudy #StudentVisaHelp #europestudyvisa #masters #bachelor
🔴*****Admin Contact****🔴
Facebook ID: HabiB HowladeR
Youtube ID: HabiB HowladeR
Website:- habibhowladerbd.blogspot.com
Gmail: habibhowladerbd@gmail.com


0 Comments