ঘ‌রে ব‌সেই দালাল ছাড়া একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে: এটু‌জেট তু‌লে ধরা হ‌লো

ঘ‌রে ব‌সেই দালাল ছাড়া একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে: এটু‌জেট তু‌লে ধরা হ‌লো:- 

Post by: HabiB HowladeR



ঘ‌রে ব‌সেই দালাল ছাড়া একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে: এটু‌জেট তু‌লে ধরা হ‌লো


জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য: নামজারি প্রক্রিয়া ও খরচ


নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।


নামজারি করতে যা যা প্রয়োজন


নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে:


1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।


2. এস এ/আর এস খতিয়ানের কপি।


3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।


4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।


5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।


6. মোবাইল নম্বর।


7. জাতীয় পরিচয়পত্র (NID)।


8. কর/খাজনার রশিদ।


নামজারি প্রক্রিয়া


১ম ধাপ:

mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।


২য় ধাপ:

আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।


৩য় ধাপ:

এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।


সময় ও খরচ


নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।


মোট খরচ: ১১৭০ টাকা।


তথ্য ও সহায়তা


নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন। অথবা সমস্যার সমাধানে ভিজিট করুন: hotline.land.gov.bd।


আপনার জমি বৈধ করতে সময়মতো নামজারি করুন।


🔴*****Admin Contact****🔴

Facebook ID:    HabiB HowladeR

Youtube ID:      HabiB HowladeR

Website:-  habibhowladerbd.blogspot.com

Gmail: habibhowladerbd@gmail.com



Post a Comment

0 Comments