আমারে ভুইলা যাইয়েন না প্লিজ (কবিতা)

 আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!

আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!
ভুল কইরাও যদি ভুইলা যান- 
আমি জানলে কষ্ট পামু। 
জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো 
আমরা মনে রাইখা দিই। 
এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া 
কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম। 
অদেখা তারকাঁটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল। 
ভীড়ের ভেতর লোকাল বাসে উঠার সময় 
না দেখা কেউ একজন হাতটা ধইরা টেনে তুললো।

এমন অপ্রয়োজনীয় অনেককিছুই থাকে;
 যা মনে না রাখলেও চলতো।
 কিন্তু আমাদের মনে থাকে।

আপনি আমারে ভুইলা যাইয়েন না প্লিজ! 
মনের এক কোণায় রাইখা দিয়েন।
 ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো 
যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়। 
যদি স্টোরেজের প্রয়োজনে কোনোকিছু ডিলিট করা লাগে, আপনি অন্যকিছু ডিলিট কইরেন। 
তবুও আমারে থাকতে দিয়েন মনে। 
যত্নে রাখেন কিংবা অযতনে।



🔴*****Admin Contact****🔴

Facebook ID:    HabiB HowladeR

Youtube ID:      HabiB HowladeR

Website:-  habibhowladerbd.blogspot.com

Gmail: habibhowladerbd@gmail.com

Post a Comment

0 Comments