যে ১০ টি ঔষধ সবাই বাসায় রাখবেনঃ-
© HabiB HowladeR
১. Sergel (Esomeprazole)
গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. Algin (Tiemonium Methylsulfate)
যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa(Paracetamol)
জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin (Aspirin)
বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl (Metronidazole)
পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil (Tolfenamic acid)
প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Etorix (Etoricoxibe)
দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa(Rupatadine)
স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat (Ondansetron)
বমি হলে খাবেন।
১০. Tenoloc (Atenolol)
হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)
উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।
🔴*****Admin Contact****🔴
Facebook ID: HabiB HowladeR
Youtube ID: HabiB HowladeR
Website:- habibhowladerbd.blogspot.com
Gmail: habibhowladerbd@gmail.com
0 Comments