যে কারণে মাদারীপুর দরিদ্র শহর হলো ।
যে কারণে মাদারীপুর দরিদ্র শহর হলো ।habibhowladerbd.blogspot.com
১। মাদারীপুর জেলার মোট জনসংখ্যা ১২ লাখ ৯৩ হাজার
২। মোট পুরুষ ৬,১৫,০০০ জন
৩। মোট নারী ৬,৭৭,০০০ জন
পুরুষ বেকারের সংখ্যা ১১৭৬০০ শতকরায় প্রকাশ করলে পুরুষ বেকারত্বের হার হয়=(১১৭৬০০÷৬১৫০০০)×১০০
=১৯.১২%
নারী বেকারের সংখ্যা ৫,৪০,৭৯২ শতকরায় প্রকাশ করলে নারী বেকারত্বের হার হয়=(৫৪০৭৯২÷৬৭৭০০০)×১০০
=৭৯.৮৮%
মোট জনসংখ্যার বেকার ৬৫৮৩৯২ জন যা মোট জনসংখ্যার ৫০.৯০%
যারা বেকার তাদের দৈনিক আয় ২৫৭ টাকার কম বিশ্বব্যাংকের সর্বশেষ দারিদ্র্যের সংজ্ঞা অনুযায়ী, দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন। টাকার হিসেবে দারিদ্র্যসীমা পার করতে হলে দিনে আয় করতে হবে কমপক্ষে ২৫৭ টাকা।
অর্থাৎ মাদারীপুরের জনসংখ্যার অনেক বড় অংশ প্রবাসী হলেও এই জেলার নারীরা বেকার থাকায় গড় বেকারত্বের হার অনেক বেশি।
মাদারীপুরে সুখী মানুষের হার বেশি। এ জেলার নারীকে পুরুষরা কাজ করতে দেয় না। সখের নারীকে তারা রানী করে রাখে। এ জেলার রেমিট্যান্সে বাংলাদেশের রিজার্ভে বড় প্রভাব ফেলে। এ জেলায় ঐতিহাসিক ভাবেই ধনী লোকের বসবাস বেশি। এ জেলার পৌর এলাকার ১ কড়া জমির দাম ২০ লাখ টাকা। এ জেলা অবকাঠামোগত উন্নয়নে শীর্ষ জেলা শহরের মধ্যে অন্যতম। বাংলাদেশের ১ম স্মার্ট উপজেলা মাদারীপুরের শিবচর।
এ জেলার প্রবাসীর সংখা ১ লাখ ৮৫ হাজার। এ জেলায় বাংলাদেশের শীর্ষ ৫ম ধনী মরহুম আবুল হোসেনের বাড়ি। মাদারীপুরের মোট আয় বা রেমিট্যান্স বাদ দিয়ে বাংলাদেশের রিজার্ভ হিসাব করলে বাংলাদেশের রিজার্ভ ১৫ বিলিয়নের নিচে নেমে যাবে।
🔴*****Admin Contact****🔴
Facebook ID: HabiB HowladeR
Youtube ID: HabiB HowladeR
Website:- habibhowladerbd.blogspot.com
Gmail: habibhowladerbd@gmail.com
0 Comments