আসুন জেনে নিই, মেট্রোর কোন স্টেশনে নামলে কোন কোন জায়গায় যেতে সহজ হবেঃ
পর্ব-১:
১) উত্তরা উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর ১০, ১২, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, বিমান বন্দর রেলওয়ে স্টেশন, আজমপুর, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর, (+২)।
২) উত্তরা সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, মিরপুর-১, আশুলিয়া, (+১)।
৩) উত্তরা দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বৃন্দাবন, (+২)।
৪) পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, শেউড়া, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, (+৫)।
৫) মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, শেউড়া , বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১০, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা, (+৬)।
৬) মিরপুর ১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর-১,২, হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩,১৪, ভাষাণটেক, ইসিবি চত্বর, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা।
৭) কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, কচুক্ষেত, বনানী, মিরপুর ১০, (+৬)।
৮) শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, বনীনী, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, (+৭)।
বিঃদ্রঃ স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারেন।
ধন্যবাদ ❤️
হ্যাপি জার্নি...🇧🇩
© HabiB HowladeR
_________°°°
🔴*****Admin Contact****🔴
Facebook ID: HabiB HowladeR
Youtube ID: HabiB HowladeR
Website:- habibhowladerbd.blogspot.com
Gmail: habibhowladerbd@gmail.com
🔴*****Admin Contact****🔴
Facebook ID: HabiB HowladeR
Youtube ID: HabiB HowladeR
Website:- habibhowladerbd.blogspot.com
Gmail: habibhowladerbd@gmail.com
0 Comments