আমার দেয়া সব থাকবে, বিশ্বাস করো।

আমার দেয়া সব থাকবে, বিশ্বাস করো।

ঠোঁটে চুমুর দাগ, আলিঙ্গনের রেশ, ছলছল চোখে তাকিয়ে থাকার স্মৃতি, সব –সবকিছু। শুধু আমিই থাকবো না, দেখে নিও...


আমার দেয়া সব থাকবে।

লাস্ট মেসেজে বোবা আর্তনাদ, নীরব অভিমান, ছলছল চোখ নিয়ে তাকিয়ে থাকার স্মৃতি, ঠোঁটে চুমুর দাগ; শুধু আমি যদি না থাকি?


যদি ফুরিয়ে যাই কথা ফুরাবার আগে?

যেমন করে ফুরিয়ে যায় সময়, হারিয়ে যায় মানুষ, খুব প্রিয় জিনিস এবং জীবন! যদি আর না থাকি? যদি আর ডাকে সাড়া না দেই কখনো? শেষের বার্তায় তোমায় না পাওয়া, না ছোঁয়া, না দেখার আক্ষেপ, তোমায় বলতে না পারা অজস্র কথামালা নিয়ে যদি আমিও আর ফিরে না আসি?


আমার দেয়া সব থাকবে, বিশ্বাস করো।

ঠোঁটে চুমুর দাগ, আলিঙ্গনের রেশ, ছলছল চোখে তাকিয়ে থাকার স্মৃতি, সব –সবকিছু। শুধু আমিই থাকবো না, দেখে নিও....


অভিমানে, নিশ্চুপ নীরবতায় মানুষ হারিয়ে গেলে, ফিরে আসে না! জানি শোকে পাথর হবে হৃদয়, যেমন করে শোকে মরে যায় স্মৃতিরা! আহত পাখির মতো ছটফট করতে থাকে বুকের পাঁজর। মনে পড়বে আমার কথা? 


আমার দেয়া সব থাকবে।

শাড়ি পরে আয়নায় দাঁড়ালেই চোখে ভাসবে আমার আধমরা মুখ! আচ্ছা, চোখে কী কাজল দিবে সেদিন? চোখের পানি দেখে যদি আমার আত্মা কষ্ট পায়? তবে লুকাবে কান্না?


লাস্ট মেসেজ পড়ে পড়ে তুমি মূর্ছা যাবে বারবার?

কী এক বিড়ম্বনা বলো তো, না পারবে কাউকে বলতে আর না পারবে সইতে! যেমন বিড়ম্বনায় আমি পড়ে থাকি রোজ। আমার দেয়া সব থাকলেও আমি যে থাকবো না।


জীবনটা ছোট।

ছোট্ট এ জীবনে তোমায় ছাড়া কিছু চাইনি তো। আমার দেয়া সব থাকবে, শুধু আমিই থাকবো না দেখে নিও...

লাস্ট মেসেজ, ঠোঁটে চুমুর দাগ, তোমাকে ভালোবেসে দুরারোগ্য ব্যাধিতে ভোগা, তোমাকে পাবো না ভেবে সহস্র নির্ঘুম রাত ; সব থাকবে। 


কী আশ্চর্য দেখো! 

পৃথিবীতে সব থাকবে শুধু আমি থাকবো না, ভালোবাসবো না, ছলছল চোখে কখনো তাকাবো না আর! আমি না থাকলে, তুমি সুখী হতে পারবে? তারপর তুমি বুঝবে, প্রেমিকের লাশে প্রেমিকার কোনো অধিকার থাকে না! আমাকে ছুঁতে চাইবে, এক নজর দেখার আকুতিতে শেষ হয়ে যাবে, পারবে না! ঠিক যেমন আমি পারিনি।


আমাকে শেষবার ছুঁতে না পারার এই আক্ষেপ আর শোক নিয়ে তুমি কী সুখী হতে পারবে? বলো পারবে?


লেখায়:- হাবিব হাওলাদার 🌼 

ছবি:- ফেসবুক হতে কালেক্ট 🤘




🔴*****Admin Contact****🔴

Facebook ID:    HabiB HowladeR

Youtube ID:      HabiB HowladeR

Website:-  habibhowladerbd.blogspot.com

Gmail: habibhowladerbd@gmail.com


Post a Comment

0 Comments