এক নজরে দেখে নেই, কতটা ঋণে জর্জরিত এই সোনার বাংলাদেশ।

 এক নজরে দেখে নেই, কতটা ঋণে জর্জরিত এই সোনার বাংলাদেশ। 


এক নজরে দেখে নেই, কতটা ঋণে জর্জরিত এই সোনার বাংলাদেশ। 

১)বাংলাদেশের কাছে বিমান সংস্থা গুলোর পাওনা ২১ কোটি ৪১ লাখ ডলার।

২) পেট্রবাংলা শোধ করতে পারছেনা ২৫ কোটি ডলার।

৩) পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৩০ কোটি ডলার।

৪)বিপিসির দেনা ৩০ কোটি ডলার।

৫)বাংলাদেশ থেকে বিশ্বব্যাংক পায় ১৮১৬ কোটি ডলার।

৬)এডিবি পায় ১৩২৮ কোটি ডলার।

৭)জাপান পায় ৯২৩ কোটি ডলার।

৮)চীন পায় ৪৭৬ কোটি ডলার।

৯) রাশিয়া পায় ৫০৯ কোটি ডলার।

তথ্য সূত্র ঃ প্রথম আলো ৩ জুন ২০২৩।

১০) সাম্প্রতিক কাতার, ওমান থেকেও কত টাকা ঋণ নিয়েছে তার তথ্য পেলে এড করা হবে।


বর্তমান সরকার বিগত তিন প্রিয়ডে বাংলাদেশকে এভাবেই ঋণে জর্জরিত করে উন্নয়নের গান শুনিয়েছে। আর আমজনতাকে চুষে চুষে খেয়ে করের বোঝা গাড়ে চাপিয়ে দিয়েছে।


🌺*****Admin Contact****🌺

Facebook ID:    HabiB HowladeR

Youtube ID:      HabiB HowladeR

Website:-  habibhowladerbd.blogspot.com

Gmail: habibhowladerbd@gmail.com

Post a Comment

0 Comments